June 11, 2021 || 3:04 pm

খালি গলায় গান গেয়ে ভাইরাল। ভাইরাল ভিডিও

গান কার না ভালো লাগে, গানের কথা ও সুর যদি আরো সুন্দর হয় তাহলে গানটি বারবার শুনতে ইচ্ছে করে।

 

সোশ্যাল মিডিয়াতে তেমনই একটি মেয়ে খালি গলায় গান গেয়ে ভাইরাল হলেন।

কালো ড্রেস পড়ে মেয়েটির “আমারো পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো”

এই গানটি গাওয়ার মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে দেয়।

চলুন সেই ভাইরাল গানটি আগে সেই মেয়েটির কণ্ঠে শুনে আসি:

 

বর্তমানে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ও রিয়েলিটি-শো এর জন্য এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। রিয়ে’লিটি শো এর মাধ্যমে দেশের আনাচে কানাচে অবহেলিতভাবে থাকা প্রচুর প্রতিভা সামনে আসতে পারছে।

 

যে প্রতিভা বিস্ময়কর বা নেটিজেনদের হতবাক করে দেওয়ার ক্ষমতা রাখে। আর বর্তমানে সেই প্রতিভাবান ব্যক্তির তালিকা থেকে বাদ নেই কিশোর কিশো’রীরাও। তারাও নিজেরাও সমানতালে নিজেদের প্রতিভা মেলে ধরছেন সকলের সামনে।

 

রিয়েলিটি শো গুলিতে যেখানে এতো হাড্ডা’হাড্ডি লড়াই চলে , অনেক বাছাই পর্বের মধ্যে যেতে হয়, দক্ষতা আর নৈপুণ্যের প্রয়োজন আর সেখানে সমস্ত চড়াই উতরাই পেরিয়ে সমান’তালে এগিয়ে যাচ্ছে তারা।

 

ছাটাই বাছাই হইতে হইতে তারা এক পর্যায়ে বড় একটা সম্মানের তালিকা নাম রাখতে সক্ষম হয়।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে গানের তালে তালে বডি ল্যাঙ্গুয়েজে দর্শকদের মন কেড়ে নিল। কমেন্টে দর্শকদের বাহবার অভাব নেই এবং সেইসাথে তার সাথে বন্ধুত্ব তৈরি করবে এমন কিছু কমেন্টও দেখা যায়।

 

প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভাল লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ।

Related Posts