November 2, 2020 || 1:19 pm

দেশের 10 টি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ:বাংলাদেশ

মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর বিরাজ করছে।

 

এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে জানা গেছে। এজন্য আজ দেশের প্রায় 10 টি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এসব অঞ্চলে নদীবন্দর কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকাল 9 টায় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

 

আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব থেকে 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি ও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া  প্রধানত শুষ্ক থাকবে বলে জানা গেছে।

রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য  হ্রাস পেতে পারে।

Related Posts