February 3, 2021 || 11:14 am

মসজিদে নামাজ আদায় করতে এসে মারা গেলেন এক বৃদ্ধ

উপশহর বগুড়া এলাকার মসজিদে নামাজ আদায় করতে এসে অ’জ্ঞা’ত (৬৭) এক বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

গত সোমবার (১১ জানুয়ারি) আছর নামাজের সময় শহরের উপশহর এলাকার

বক্ষব্যাধি একটি হাসপাতালের মসজিদে এই অদ্ভুত ঘটনা ঘটে।

 

মসজিদ এলাকার স্থানীয় মুসল্লীরা জানান যে, তিনি আসর নামাজের সময় মসজিদে প্রবেশ করে অন্যান্য মুসল্লীদেরকে জানান যে “আমার শরীর খুব দুর্বল লাগছে” তখন অন্যান্য মুসুল্লিরা তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে নামাজ আদায় করতে যান।

 

নামাজ শেষে তাকে ডাকাডাকি করা হয়, দেখা যায় তিনি আর নেই।

 

স্থানীয় লোকজন আরো জানায় যে, তিনি এই এলাকার কেউ নন, তার সাথে থাকা ব্যাগ দেখে তারা বুঝতে পারেন যে তিনি ভিক্ষাবৃত্তি করেন।

 

বগুড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত মসজিদে যাই এবং আমরা বিষয়টি ভালোভাবে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তার বয়স বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই মৃত্যু হয়।

 

এছাড়া স্থানীয় কেউ এই ব্যক্তিকে চিনতে পারেননি।

 

তিনি আরও  বলেছেন, লা’শ উ’দ্ধার করে শজিমেক হাসপাতাল ম’র্গে প্রেরণ করা হয়েছে।

 

প্রাথমিক অবস্থায় লা’শের শরীরে কোন ক্ষত বা আ’ঘা’তের চিহ্ন দেখা যায়নি।

Related Posts