January 16, 2021 || 5:44 pm

রাস্তার পাশে থাকা রিক্সা কে বাস ধাক্কা দেওয়ার কারণে রিক্সা চালক গুরুতর আহত

থামছেনা রোড এক্সিডেন্ট।

এত সর্তকতা ও করা  আইন এর পরেও road-accident থামছে না।

 

উত্তরবঙ্গ থেকে বগুড়া গামী বাস ধাক্কা দেয় রাস্তার পাশে থাকা রিক্সাকে।

 

রিক্সায় ছিলেন রিক্সার চালক মোহাম্মদ মাহবুব। দ্রুতগামী এই বাস ধাক্কা দেওয়ায় রিকশাচালক   মাটিতে পড়ে যায়।

এবং গুরুতর ভাবে কোমরে আঘাত লাগে।

 

ঘটনাটি ঘটেছে আজাদ মোর বাস স্ট্যান্ড ঘোড়াঘাট, দিনাজপুরে আজ শনিবার(১৬-০১-২০২১) বিকাল ৫ টা ১০ মিনিটে।

 

ঘটনাটি ঘটার সাথে সাথে শ্রমিক সংগঠনের কিছু লোক তাকে ধরাধরি করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু স্থানীয় ডাক্তার তাদেরকে বগুড়া অথবা রংপুরে যাওয়ার পরামর্শ দেন।

 

এরপর শ্রমিক সংগঠনের কিছু সদস্য তাকে ঘোড়াঘাট উপজেলার

ওসমানপুর সরকারি  হাসপাতালে  নিয়ে যায়।

 

পরবর্তী খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন।

 

এ বিষয়ে আরও কিছু জানতে পোষ্টের নিচে কমেন্ট করুন।

 

 

Related Posts