শাহবাগে পুলিশের সঙ্গে বামজোটের ধস্তাধস্তি: চলছে ধর্ষণ বিরোধী বিক্ষোভ
রাজধানীর শাহবাগে বামপন্থী রাজনৈতিক দলগুলোর মোর্চা -বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ|
সে সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়, এতে কয়েকজন আহত হয়|এর আগে নোয়াখালী বেগমগঞ্জ এর নারীকে বিবস্ত্র করেনির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী উদ্বেগজনক ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ |
প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা ধীরে ধীরে ভিড় করতে শুরু করে| যান চলাচল বন্ধ হয়ে যায় |
বেলা একটার দিকে সেখানে গিয়ে দেখা যায় সেখানে চলছে ধর্ষণবিরোধী প্রদর্শনী| এরই ফাঁকে ফাঁকে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদি শ্লোগান দিয়ে অবস্থান করছে| পরে তাদের কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়|
এর আগে বেলা এগারটার দিকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে| একপর্যায়ে বেলা 11:45 এর দিকে শাহবাগ অবরোধ শুরু করেন|
অবরোধে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়| অবস্থান নিয়েছে সাধারণত জনতা|