March 16, 2021 || 12:13 pm

বিয়ের অনুষ্ঠানে কাদা মাখামাখি ভিডিও ভাইরাল। ভিডিও

বিয়ে বাড়িতে এরকম রহস্যজনক কাদামাটি দিয়ে মাখামাখি আপনারা অনেকেই দেখেননি এর আগে।

 

ভিডিওটি আপলোড দেয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।

তো চলুন ভিডিওটি দেখে আসা যাক:

বিদ্র: ভিডিওটি শুধু ফেসবুক অ্যাপস বাদ দিয়ে যেকোনো ব্রাউজার দিয়ে দেখা যাবে।

 

 

ভিডিওটি আপলোড দেয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে 6 কোটির বেশি মানুষের মন জয় করেছে।

 

আরো পড়ুন:

সিনিয়রদের সামনেই নাচতে শুরু করে দেন বেশ কিছু পুলিশকর্মীও। কেউ কেউ লাফিয়ে উঠে পড়েন মঞ্চেও। নাচ চলে  বেশ কয়েক ঘণ্টা ধরে।

 

থানার ফাংশানে ইন্ডিয়ান ভোজপুরি গানে বার ডান্সারদের সঙ্গে উদ্দাম নাচ পুলিশের। তারপর কি হলো?

 

থানার ‘সাংস্কৃতিক’ অনুষ্ঠান। আর সেখানেই চটুল ভোজপুরি গান চালিয়ে বার ডান্সারদের সঙ্গে পুলিশকর্মীদের নৃত্য। অনুষ্ঠান চলল প্রায় সারারাত।

 

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এখন অবশ্য বেশ চাপে অভিযুক্ত পুলিশকর্মীরা।

 

এখনও পর্যন্ত কেস-এর খাতায় নাম উঠেছে ১২ জন কনস্টেবলের।

 

ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার। সেই জেলার পুলিশ লাইন্স-এর ক্যাম্পাসের মধ্যেই শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।

 

এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে, কিছু অত্যুৎসাহী পুলিশকর্মীর উদ্যোগে ভাড়া করে নিয়ে আসে  ডিজে।

 

সেই সাথে আনা হয় বেশ কয়েকজন বার ডান্সারকে। রাত হতেই চালু হয়ে যায় লাউডস্পিকার। ডিজের বক্স থেকে বাজতে থাকে চটুল ভোজপুরি গান।

 

সঙ্গে মঞ্চে উদ্দাম নাচ বার ডান্সারদের। সিনিয়রদের সামনেই নাচতে শুরু করে দেন বেশ কিছু পুলিশকর্মীও। কেউ কেউ লাফিয়ে উঠে পড়েন মঞ্চেও। নাচ চলে প্রায় সারারাত।

 

তবে, মুশকিল হল একটাই। ঘটনার সময়ে ভালো একটা স্মার্টফোনে ভিডিও ধারণ করেছিল কেউ। এবং পরে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। সমাজে শান্তিরক্ষকদেরই এমন অশান্তিপূর্ণ আচরণে ধেয়ে আসে তীব্র নিন্দা।

 

 

Related Posts